॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত হয়েছে। সামাজির দূরত্ব ও স্বাস্থবিধি মেনে মঙ্গলবার (১৭ই নভেম্বর) রাতে নতুন বাজারে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সা. সম্পাদক মো. একরামুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ডা. বি.এম মজলুর রহমান আজহারি। মাহফিলে বিশেষ বক্তা ছিলেন, কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহীদল্লাহ, কাপ্তাই প্রজেক্ট বাংলা কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. ওবায়দুর রহমান খানসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি আ.লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, সা. সম্পাদক নবী হোসেন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদস্য মোকাররম হোসেন, কুতুব উদ্দিনসহ আরও অনেকে।