খাগড়াছড়িতে আ’লীগের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর হামলা

479

khagrachari_pic_1_190029505

স্টাফ রিপোর্টার, ২৬ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থীর প্রচারণায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের হামলা অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শানে আলম। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো. শানে আলম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে দলীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা পৌর শহরের ৫নং ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকায় যায়।

সেখানে স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামীলীগের ছাত্র বিষয়ক সম্পাদক দিদারল আলম লাঠিসোঠায় সজ্জিত ক্যাডার বাহিনী নিয়ে আওয়ামীলীগের প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু সিকদার ও ছাত্রলীগ কর্মী জয় দত্তসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা হামলার বিষয়ে রিটার্নিং অফিসারকে মৌখিক ভাবে অভিযোগ করেছি এবং লিখিত ভাবেও অভিযোগ উত্থাপন করার প্রস্তুতি চলছে। এঘটনায় চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জ্যৈষ্ঠ নেতা পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নর বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, আশুতোষ চাকমা, মংসাপ্রু চৌধুরী অপু, নিগার সুলতানা, শতরূপা চাকমা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান