খাগড়াছড়িতে নারীদের নিয়ে ৫দিনের পুতুল তৈরি প্রশিক্ষণ

393

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুতুল তৈরী বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। রোববার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়ায় এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর আগে ওই সংস্থা রাঙামাটির বেকার নারীদের পুতুল তৈরির উপর ৫ দিনের প্রশিক্ষণ দেয়।

অন্যদিকে খুলনার রুপসা উপজেলার কালিবাড়ীতে ব্লক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে ব্লক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালা দুটি শেষ হবে ২৮ শে জানুয়ারী।