খাগড়াছড়ি পৌর শহরে ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া নিমূলে খাগড়াছড়ি মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।
রোববার সকালে পৌরসভা হল রুমে সচেতনতামুলক আলোচনা সভা শেষে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
পরে পৌর চত্ত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মশা নিধনে জন্য স্পে করা হয়।
এ সময়, খাগড়াছড়ি পৌর সবার সচিব পারভীন আক্তার ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশ নেন। মেয়র বলেন, শুধু মশা নিধন করলেই নানা রোগের প্রকোপ কিছুটা কমলেও সম্পুর্ন রোধ করা যাবে না।
এ জন্য প্রয়োজন গণজনসচেতনতা। তাই জ্বরসহ নানা রোগ প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম। এ উদ্যোগ ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে যথাযথ ভুমিকা পালনে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।