বাঁচতে চায় অবুঝ শিশু শ্রীদান

621

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

সবুজে ঘেরা পৃথিবী আর উপরে নীল আশ,চারপাশে পাখীদের কলতান কিছুই এখনো দেখা হয়নি ১ বছর ৮ মাস বয়সের অবুঝ শিশু শ্রীদান চাকমার। মা-বাবার সংসারে ২ ছেলে সন্তানের মধ্যে শ্রীদান ২য়।

বিধাতার এ কি লিলা এ শিশুটি মারাত্মক লিভার ব্লক রোগে ভুগছে। বর্তমানে যতই দিন যাচ্ছে ততই সে মৃত্যুর দিন এগিয়ে যাচ্ছে বলে জানান শ্রীদানের পরিবার। তাকে বঙ্গবন্ধু হসপিটালসহ দেশের বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিকসহ নাম করা হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারছেনা তার মা-বাবা।

সামান্য বেতনের একজন চাকরীজীবি হওয়ায় বর্তমানে ব্যয় বহুল চিকিৎসার ভার বইতে পারছেন না শ্রীদানের বাবা সোলেন চাকমা।  শ্রীদানের উন্নত চিকিৎসার জন্য বর্তমানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মত প্রয়োজন। তাই সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন শিশু শ্রীদানের পরিবার। তার বাড়ী খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ির দাতকুপিয়া এলাকায়।

বর্তমানে পরিবারটি চট্টগ্রামে রয়েছে। সাহায্য পাঠাতে যোগাযোগ ও বিকাশ নাম্বার: (অসুস্থ শ্রীদানের পিতা) সোলেন চাকমা-০১৭৯২-৪৩৯৯০৭,০১৮৮১৮৭৭৬৯৫।