চট্টগ্রামে পুলিশ কনস্টেবল কর্তৃক ভাসমান নারী ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা : তদন্ত সাপেক্ষে শাস্তির দাবী

457

Rep_newsnextbd

ঢাকা ব্যুরো অফিস, ৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি) : চট্টগ্রাম নগরীর আদালত ভবন এলাকায় পুলিশ কনস্টেবল কর্তৃক ভাসমান নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মেট্রো কোর্ট পুলিশ মেসের ম্যানেজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নাজিম উদ্দিন এক নারীকে একা পেয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে।

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম নগরীর আদালতপাড়া এলাকায় পুলিশ কনস্টেবল কর্তৃক ভাসমান নারীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ যথাযথ শাস্তির লক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবী জানাচ্ছে। সেই সাথে এ ধরণের ঘটনার পুণরাবৃত্তিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান