চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে স্বাধীনতা প্রকল্পের কার্যক্রম শুরু

96

॥ ইকবাল হোসেন, চট্টগ্রাম থেকে ফিরে ॥

একটি অন্তর্ভুক্তিমূলক, সচেতন ও গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের ৭টি বিভাগের পাশাপাশি চট্টগ্রামেও শুরু হয়েছে স্বাধীনতা প্রকল্পের কার্যক্রম। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে ৩২ জন যুব সংগঠক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অনলাইন অ্যাকটিভিস্টদের অংশগ্রহণে তিনদিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রত্যাশীর উপপরিচালক সৈয়দ শহীদ উদ্দিন।

২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র নেতৃত্বে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ’র) বাস্তবায়নে, চট্টগ্রাম বিভাগে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রত্যাশী (এনজিও)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রোগ্রাম স্পেশালিস্ট (জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন জিডিআইপি) নাসরিন নাহার, এমজেএফ’র লিড (ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন) ওয়াসিউর রহমান তন্ময় ও প্রত্যাশী’র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ) তানভীর হোসেন।

প্রত্যাশী’র প্রোগ্রাম অফিসার ও স্বাধীনতা প্রকল্পের ফোকাল মাখনুন সুলতানার সঞ্চালনায়- প্রত্যাশী’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নাদিম হোসেন, এমজেএফ’র প্রজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে আলোচিত হয় নাগরিক অধিকার, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং অপতথ্য (ডিজইনফরমেশন) বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন- প্রত্যাশীর এইচআরডি ওসমান গণি, পিএসিএ ফোকাল সামিহা সালাম, প্রোগ্রাম অফিসার মাখনুন সুলতানা, সহকারী প্রোগ্রাম অফিসার মো. নাফসিন মাবুদ ইফতি (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ) ও উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী সেলিনা দিদা।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল তথ্য প্রচারের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন। প্রত্যাশীর সহযোগিতায় স্বাধীনতা প্রকল্প তরুণদের সামাজিক নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।