খাগড়াছড়ি সংবাদদাতা, ১৯ জুলাই ২০১৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোবেলায় পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় সাম্প্রদায়িক উস্কানীদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সোমবার সকালে তিনি খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহবান জানান।
সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পাহাড়বাসীর ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল। এ কারণে পাহাড়ে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি খাগড়াছড়িতে পুলিশে সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
পুলিশ সুপার মো: মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউএনডিপি সিনিয়র কন্সালটেন্ট আল্লাহ বখশ চৌধুরী, নেছার আহমেদ, এরিয়া ম্যানেজার প্রিয়তর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রইছ উদ্দিন, সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ন রশীদ ও মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু।
মতবিনিময় সভায় জেলার নয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট করেন- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি। সূত্র- সিএইচটি টাইম নিউজ ২৪. কম