জাসাস’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

431

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২০০ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) মাহাবুবে রহমান শামীম।

জেলা জাসাস’র সভাপতি আবুল হোসেন বালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক মনিষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগমসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।