জুরাছড়ি উপজেলায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারনা

113

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারনা। রয়েছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা, আগামী ৮ মে হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চায়ের দোকানে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা চলছে নানান হিসাব নিকাশ আগামীতে কে কতটুকু প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন করতে পারবে এ নিয়ে অপেক্ষা করছে ভোটাররা। অপর দিকে প্রার্থীদের ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই খুব অল্প সময়ে নির্বাচনী প্রচারনা শেষ করতে হবে তাদের তাই দূর্গম এলাকাগুলোতে গিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা এবং দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি। এবার জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান সুরেশ কুমার, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা। প্রার্থীত্রয়ের জনপ্রিয়তা কারোর চাইতে কারোর কম নয়। সমানে সমান হাড্ডা হাড্ডি লড়াই হবে প্রার্থীদের মধ্যে এমনটাই মনে করেন ভোটাররা।

সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, তিনি সদস্য থাকাকালীন সময়ে জুরাছড়ি উপজেলায় পানিয় জলের সুব্যবস্থা সহ ধর্মীয়, শিক্ষা,যাতায়াত খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছিলেন এবং করোনা কালীন সময়েও জনগণের পাশে ছিলেন বলে জানান।

বর্তমান চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান, বিগত সময়ে জুরাছড়ি উপজেলায় কোন কলেজ ছিলনা, তিনি ২০১৯ সালে ক্ষমতা গ্রহণ করার পর শলক কলেজ প্রতিষ্ঠা সহ তার সময়ে উপজেলা পরিষদ ভবনের কাজ চলমান রয়েছে এবং দূর্গম এলাকায় বিভিন্ন গ্রামে জিএফএসের মাধ্যমে পানির সরবরাহের সুব্যবস্থা করে দিয়েছেন বলে তিনি জানান।

আরেক প্রার্থী কেতন চাকমা তিনি বিগত সময়ে সুরেশ কুমার চাকমার সাথে ইউপি নির্বাচন করে পরাজিত হয়। বহু বছর পর এবার আবারো উপজেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছেন সাবেক এই ছাত্র নেতা। বিগত সময়ে তিনি দীর্ঘদিন ইউএনডিপিতে চাকুরীর সুবাদে দূর্গম এলাকায় জনগণের সাথে পরিচিত লাভ করেন।

কেতন চাকমা জানান, চাকুরী এবং ব্যবসার সুবাদে জুরাছড়ি উপজেলার সকল জায়গা চিনেজানা রয়েছে। তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যদি নির্বাচিত করে তাহলে তাদের পাশে থেকে সুষম উন্নয়ন করবেন বলে আশাবাদী।

জুরাছড়ি একটি দূর্গম এবং পশ্চাৎপদ উপজেলা। প্রার্থীদের নিয়ে ভোটারদের রয়েছে নানান আলোচনা সমালোচনা আগামী ৮ ই মে সঠিক প্রার্থীকে বাছাই করে রায় দেবে জনগণ প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন।