জুরাছড়িতে আকাশ প্রদীপ সমাপনী অনুষ্ঠানে মহাস্থবির ও স্থবির বরণ

470
॥ জুরাছড়ি প্রতিনিধ ॥
জুরাছড়ি উপজেলায় লুলাংছড়ি বনবিহারে পঞ্চম বারের মত আকাশ প্রদীপ সমাপনী ও চুরাশি হাজার বাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবির ও আর্যনন্দ মহাস্থবিরকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে মহাস্থবির বরণ এবং বিনয় শ্রী স্থবির, উত্তরপাল স্থবির, আনন্দ জ্যোতি স্থবির, পূর্ণ মিত্র ভিক্ষুকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে স্থবির বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বুদ্ধ শ্রী মহাস্থবির এবং আর্যনন্দ মহাস্থবির উপাসক উপাসিকাদের হিতসুখ মঙ্গল কামনায় ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়া ও পঞ্চশীল প্রার্থনা করেন অন্তরা চাকমা। বক্তব্য রাখেন ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কনক বরণ চাকমা।
মিঠুন চাকমার সঞ্চালনায় উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী লক্ষীদেবী চাকমা ও স্থানীয় শিল্পীরা। মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার বাতি প্রজ্জ্বলন, মহাস্থবির, স্থবির বরণ, পিন্ডদান সহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।