জুরাছড়িতে জোন কমান্ডার : শিক্ষিত হয়ে মাতৃভূমির উন্নয়নে কাজ করতে হবে

481

p....5

 
জুরাছড়ি প্রতিনিধি, ২৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  শিক্ষাই জাতিকে উন্নয়ন শিখরে পৌঁছাতে পারে। তাই শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা অর্জন করে দেশ তথা মাতৃভূমির উন্নয়নে কাজ করতে হবে। শানিবার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে হেডম্যান শান্তশীল দেওয়ান  ট্রাস্টের উদ্যোগে জেএসসি পরিক্ষায় সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খান একথা বলেন। তিনি আরো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ মাতৃভূমি ভুলে গেলে চলবেনা। দেশ ও মাতৃভূমির প্রতি মমতা রাখতে হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বিদ্যাকে নিজে পাহাড়া দিলে হবে না-বিদ্যা নিজেকে পাহাড়া দিতে হবে। সুতরাং সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের তথা এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেল কক্ষে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও বাউবি পরিচালনা কমিটির সভাপতি সুরেশ কুমার চাকমা সভাপতিত্ব করেন। সুগত চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খান, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রধান শিক্ষক মেগবর্ণ চাকমা, সমাজ সেবক ও রাজনৈতিক বিদ রনজিৎ দেওয়ান, হেডম্যান করুনা ময় চাকমা, জুরাছড়ি হেডমান সন্তোষ দেওয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের পৃষ্ঠপোষক নিবেদিতা দেওয়ান(নিবু) দেওয়ান, ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা বক্তব্য রাখেন।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান