জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

111

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার সবচেয়ে হতদরিদ্র পরিবার রয়েছেন দুরহাট ছড়া গ্রামে। অধিকাংশ মানুষ দিনমজুর করে তাদের জীবিকা নির্বাহ করেন। দুই একজন ছাড়া নেই কোন শিক্ষিত ছেলেমেয়ে, এলাকার জনগণ চাই তারা যেভাবে দিনমজুর করে জীবিকা নির্বাহ করে সংসার চালাচ্ছেন তাদের ছেলেমেয়েরা যেন শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত হতে পারে এমন স্বপ্নের কথা জানান এলাকাবাসী।

তাই এলজিএসপি-৩ এর কর্তৃক ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৪ নভেম্বর সোমবার দুরহাট ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ ও আলমিরা বিতরণ করা হয়।
বিতরণেন সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইমন চাকমা, ওয়ার্ড মেম্বার জীবন চাকমা, বিদ্যালয় সভাপতি কিনাধন চাকমা, প্রধান শিক্ষক মল্লিকা চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিবাবক বৃন্দ।

এসময় চেয়ারম্যান ইমন চাকমা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, বর্তমানে শিক্ষার কোন বিকল্প নেই, কোন শিক্ষার্থী যেন অভাবের কারণে পড়াশোনা বন্ধ না করে নিয়মিত বিদ্যালয়ে এসে সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কান্ডারী হয় সেজন্যে ইউনিয়ন পরিষদ থেকে এমন প্রকল্প গ্রহণ করা হয়।