জুরাছড়িতে স্কুল ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

161

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট’র আয়োজনে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা পরিষদ হলরুমে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর কম্পোনেন্ট এসআইডি সিএইচডিটি প্রকল্প ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রকল্পের সহায়তায় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।

প্রকল্প সমন্বয়কারী সুশোভন চাকমা সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন সুগন্ধী চাকমা। এসময় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, যেসব শিক্ষার্থী এবং শিক্ষক ও এসএমসি কমিটির সভাপতি কিংবা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হলো এসব বিষয় সঠিকভাবে কাজে লাগতে পারলে ভবিষ্যতে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা সহ যে কোন দুর্যোগ মোকাবেলা করার জন্য সকল ক্ষেত্রে সক্ষমতা থাকবে।

এছাড়াও জনপ্রতিনিধি প্রথাগত হেডম্যান/কার্বারী, সাংবাদিক ও সরকারি লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নিয়ে বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম প্রমূখ।

বক্তারা বলেন, এখনো সমাজের মধ্যে বাল্যবিবাহ ও নারী নির্যাতন নির্মূল হয়নি। তাই এসব নির্মূল করতে হলে সমাজের সচেতন এবং সুশীল সমাজের ব্যক্তিরা এগিয়ে এসে গ্রাম পর্যায়ে সাধরণ জনগণকে একত্রিত করে সচেতনতামূলক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব সচেতনতামূলক বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধিদের মাঝে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়।