জেলাপ্রশাসক কার্যালয়ে গ্রীনহীলের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

175

॥ স্টাফ রিপোর্টার ॥

পাহাড়ে কাজ করা রাঙামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীন হিল’ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গ্রীনহীলের উদ্যোগে জেলা প্রশাসক ও তার কর্মকর্তাদের সাথে জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রকল্প পরিচিতি সভ অনুষ্ঠিত হয়।

গ্রীন হিল এর জেলা সমন্বয় কর্মকর্তা টিটু তালুকদার এর পরিচালনায় পরিচিত সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা, গ্রীন হিল এর জেলা সমন্বয়ক বিটু দত্ত উপস্থিত ছিলেন। গ্রীণহীল কর্মকর্তারা তাদের চলমান প্রকল্পসমূহের বর্তমান অগ্রগতিসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।