তৃণমূল নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে অবহিতকরন সভা

415

॥ কাউখালী প্রতিনিধি ॥
‘আওয়ার লাইভস, আওয়ার হেলথ, আওয়ার ফিউচারস’ শিরোনামে তৃণমুল নারীদের সচেতন করে তাদের জীবন যাত্রার মান উন্নয়নে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে কাউখালীতে।বে-সরকারী উন্নয়ন সংস্থা উইভ’স (এনজিও) এর আয়োজনে এই প্রকল্পের অবহিতকরন সভা রোববার উপজেলা অফিসার কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, আর বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএমচৌধুরী  (চৌচামং), উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। অবহিতকরন সভায় স্বাগত বক্তব্য রাখেন উইভ এনজিও’র নির্বাহী পরিচালক (ইডি) নাই উ প্রু মারমা  (মেরী)।

সভায় উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাহাবুদ্দিন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তরুন চাকমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা, ক্উা খালী প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, বিএনপিএস লিয়াজো অফিসার আবু রায়হান, বিএনপিএস মাষ্টার ট্রেইনার রিনি চাকমা, উইভ এনজিও’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুকান্ত চাকমা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পোয়াপাড়া মডেল সরকারী উচ্চ্ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনা ময় চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মহিলা মেম্বার বর্না চাকমা, উইভ এনজিও’র মনিটরিং অফিসার মংচোয়াং (অভি), ট্রেইনার জয়া চাকমা,শিক্ষক মোঃ নাছির উদ্দিন, ফিল্ড ফ্যাসিলেলটর মেমাচিং রোয়াজা।

বক্তারা বলেন এই প্রকল্পটি তিন পার্বত্য জেলায় নারীর স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নারীর প্রতি নির্যাতন বন্ধে এবং এপাওয়ারিং এডোলেসেন্ট গার্লস এন্ড উইং ওমন ইন চিটাগং হিল ট্রাক্টস টু লিভ উইথ ডিগনিটি এন্ড উইদাউট ভায়েলেন্স নিয়ে কাজ করেন বলে সভায় জানান।