জুরাছড়িতে লীন প্রকল্পের আওতায় পুষ্টি প্রশিক্ষণ

387

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিডারশিপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় মাও শিশু এবং কিশোর কিশোরীদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে জুম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথসহ পুষ্টি কমিটির সদস্যবৃন্দ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ বরুণ কুমার দত্ত। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার সকল পুষ্টি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জুম ফাউন্ডেশন উপজেলা সমন্বয়ক উদ্ভাসন চাকমা পরিচালনায় উদ্ধোধক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,যাহাতে কোন শিশু পুষ্টি হীনতায় না ভুগে সে লক্ষ্যে সকলের সহযোগিতা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন,শুধু আমিষ জাতীয় খাদ্য খেলে পুষ্টি হবে এমন কথা নয়,যারা নিয়মিত ভেষজ জাতীয় খাবার খান তাদেরও অনেক পুষ্টি রয়েছে। এজন্য সঠিক পুষ্টি মান সবজি নিয়মিত আমাদের খেতে হবে। তাই সব সময় আমাদের ভিটামিন জাতীয় সবজি খাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।