ঢাকা ব্যুরো অফিস, ১৫ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ‘দলীয় প্রতীকে নির্বাচন হলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশ নেবে বিএনপি।’ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ এ বক্তব্য দিযেছেন। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ বক্তব্য দেন। এ সময় স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে হলে সামাজিক বন্ধন ভেঙে যাবে বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্য দেয়া আর তারেক রহমানের বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা মামলা দেয়া সরকারের রাজনৈতিক ইশতেহারে পরিণত হয়েছে। এ সময় দুদককে বিরোধী দলের নেতা-কর্মীদের পীড়ন করার যন্ত্রে রূপান্তর করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ’
রিজভী অভিযোগ করে বলেন, ‘আইন, বিচার প্রশাসন এবং পুলিশসহ সবকিছু নিয়ন্ত্রণের নাটাইটা এই শাসকগোষ্ঠী নিজের হাতেই রেখেছে। পুলিশকে তারা একটি দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
এ সময় জেলা বিএনপির উপদেষ্টা শোকরানা, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র অ্যাড. মাহবুবর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহা উদ্দিন নাহিনসহ স্থানীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান