মঈন উদ্দীন বাপ্পী, ৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার পাহাড়ি শহর রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্য যেন ক্রমেই ঢাকা পড়ছে বাণিজ্যিক বিলবোর্ডের আড়ালে। রাঙামাটি শহর দিন দিন যেমন ইট-পাথরের দালান কোঠায় ভরে উঠছে, তেমনি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঢাকা পড়ছে বিলবোর্ড নামক যন্ত্রণায়। মননশীল মানসিকতার তরুণরা তাই বারবার ফেসবুকে ঝড় তুলছে এই বলে যে, ‘ক্রমেই বিলবোর্ডের শহরে পরিণত হচ্ছে পর্যটন বান্ধব রাঙামাটির শহর’। সংশ্লীষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স¤প্রতি শহরের রাজবাড়ি, কোর্ড বিল্ডিং, ট্রাক টার্মিনাল এবং পুরাতর বাস স্টেশন এলাকায় বিশাল আকৃতির পিলারসহ বেশ কিছু বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে কথা বললে, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো জানান, আমিও চাই শহরটাকে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে । বিলবোর্ডের বিষয়ে তিনি বলেন, পৌরট্যাক্স ছাড়া পৌরসভা চলতে পারবে না। উন্নয়নের জন্যই আয়সংস্থানের প্রয়োজন। পৌরসভায় নিজস্ব আয়ের তেমন কোনো ব্যবস্থা নেই; একান্ত বাধ্য হয়েই আমরা বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়েছি। তিনি জানান, কিছু কিছু বিলবোর্ড শহরের সৌন্দর্যহানির পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করছে বলে আমিও অবগত হয়েছি। ঝুঁকিপূর্ণস্থানে স্থাপিত বিলবোর্ডগুলো অপসারণে বিষয়ে চেষ্টা চলছে। তিনি বলেন, আমিও চাই এ শহর পর্যটনবান্ধব হয়ে উঠুক। মানুষ রাঙামাটি শহরে এসে বিমোহিত হোক।
পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান