দীপেন দেওয়ানের সাথে তাঁতীদল নেতা সগিরের সৌজন্য সাক্ষাৎ

31

॥ স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও রাঙামাটি ২৯৯নং আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম সগির।
শুক্রবার রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে ৫শতাধিক নেতাকর্মীদের বহর নিয়ে মিছিল শুরু করে মন্ত্রী পাড়ায় দীপেন দেওয়ানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সগির।