॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
শাারদীয় দুর্গাপুজা উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেছে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। শনিবার সকালে তিনি জেলা শহরের কদমতস্থ বাংলোয় মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেন তিনি সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা প্রমূখ।
সাংবাদিকদের মধ্যে প্রবীণ সাংবাদিক তরুণ কান্তি ভট্টাচার্য্য,চৌধুরী আতাউর রহমান,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ জেলায় কর্মরত নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
মত বিনিময় ও সৌজন্য স্বাক্ষাতকালে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য এ জেলায় আমরা একে অপরের ভাই ভাই। কেউ দুরের নয়। সম্প্রীতির বন্ধনে মিলেমিশে এ জেলায় আমরা বসবাস করবো। একে অপরের সুখে-দু:খে পাশে থেকে উন্নয়নের ক্ষেত্রকে আরো তরান্বিত করে পার্বত্য চট্টগ্রামকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চান তিনি।
সকল হিংসা-বিবেদ ভুল একে অপরের ভিন্ন মায়ের অভিন্ন সন্তান হিসেবে মিলেমিশে শান্তির নিবাস গড়ে ঐক্যবন্ধ কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।































