নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে পৌঁছে দিতে হবেঃ বীর বাহাদুর

285

॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পার্বত্য অঞ্চলের যারা অবদান রেখেছে তাদের কখনোই ভোলার নয়। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার তাই মুক্তিযোদ্ধাদের যে কোন দুঃসময়ে সরকার র্সবতভাবে তাদের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আলী মঞ্চের পাশে শহীদ আব্দুল আলীর মুর‌্যালের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহীদ আব্দুল আলীর মুর‌্যাল নির্মাণ করা হয়েছে। এছাড়া কাউখালীর বেতবুনিয়া ভূ-উপগ্রহণ কেন্দ্রে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ৭০ ফুট উচ্চতার আরো একটি মুর‌্যাল নির্মাণ করছে উন্নয়ন বোর্ড।