নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো স্বর্ণের বার উদ্ধার

380

॥ নাইক্ষংছড়ি প্রতিনিধি ॥

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১জুন) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে রোহিঙ্গা যুবক মো. ইউনুস কে। সে ককসবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৭ এ আশ্রিত বাসিন্দা মৃত নুর হোসেনের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা ও তাঁর তত্বাবধানে ঘুমধুম পুলিশ এই অভিযান চালায়। অভিযান কালে ৪২ ভরি ১০ আনা ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। তিনি আরো জানান, এই ঘটনায় আটক আসামি পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উল্লেখ্য এরআগে আশারতলী সীমান্ত থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল।