রাঙামাটি পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বলেন, মাদক নিয়ন্ত্রণ সম্ভব সচেতনতার মাধ্যমে, শাস্তি দিয়ে নয়। এক্ষেত্রে পরিবার থেকে শুরু করে সমাজ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গত ফেব্রুয়ারী মাসের জেলার অপরাধ চিত্রের বিবরনী তুলে ধরতে গিয়ে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সন্তানকে বিপথে ঠেলে দিবেন না। একটি সন্তানের সুন্দরভাবে বেড়ে উঠার পিছনে সকলেরই কমবেশি দায়িত্ব রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ মাদক ও জঙ্গীবাদ নিরসনে আন্তরিক। মাদক ও জঙ্গীবাদ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। মুল্যবোধ বৃদ্ধি করতে হবে। সার্বিক বিবেচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাসিক সভায় উপস্থাপিত ফেব্রুয়ারী মাসের অপরাধ চিত্রে দেখা যায় খুন ১টি, নারী ও শিশু নির্যাতন আইন ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ২২টিসহ অন্যান্য ১৫টি।