নানিয়ারচরে নিবন্ধিত জেলেদের মাঝে মৎস্য প্রকল্পের ছাগল বিতরণ

130

॥ নাননিয়ারচর প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম, নানিয়ারচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) শেখ মো. এরশাদ বিন শহীদ ও প্রাণীসম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

❝পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প❞ এর আওতায় নিবন্ধিত ১২টি দরিদ্র জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪টি করে মোট ৪৮টি ছাগল বিতরণ করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্পের অর্থায়নে এই ছাগল বিতরণ করে উপজেলা মৎস্য বিভাগ। ছাগল বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে ভ্যাক্সিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দরিদ্র জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানে লক্ষ্যে উপকরণ বিতরণের উপযোগিতা সম্পর্কে আলোচনা করেন এবং অনুদান প্রাপ্ত জেলে পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে বলেও আশা ব্যক্ত করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রান্তিক অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিকল্প কর্মসংস্থানের মত কার্যক্রম গ্রহণ করায় সরকারের ভূয়সী প্রশংসা করেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে মৎস্য অধিদপ্তরকে অনুরোধ জানান তারা।