কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা দিলো জেলা বিএনপি

64

॥ স্টাফ রিপোর্টার ॥

বিএনপির ডাকা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, উপজাতি বিষয়ক সহ-সম্পাদক লেফটেনেন্ট কর্ণেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের ৮শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় কারাবরণকারী- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (সাফু), পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আল মামুন, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এমদাদ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ হোসেন সুমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. উসমান, জেলা ছাত্রদলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম রুমি, জেলা শ্রমিকদলের সদস্য মো. কামাল উদ্দিন কে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

এ সময় সংবর্ধিত নেতা-কর্মীরা কারাগারে থাকা অবস্থায় নেতৃবৃন্দের খোঁজখবর না নেওয়া সহ মুঠোফোন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

সম্মাননার পর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়া মোনাজাতের পর ইফতার করেন নেতাকর্মীরা।