॥ স্টাফ রিপোর্টার ॥
নানিয়ারচরে নির্বাচিত ডেইরী খামারীদের মাঝে ২দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ মঙ্গলবারে শেষ হয়। এতে প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অর্জুন দেবনাথের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতিল কান্তি চাকমা, সুশান্ত চাকমা, কর্নরাশ খীসা, সমর জ্যোতি চাকমা, এফএএআর মাইকেল খীসা ও ড্রেসার মাইকেল আনন খীসা প্রমূখ।
২দিন ব্যাপি এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ৪০জন খামারীদের মাঝে উন্নত পদ্ধতিতে গাভী পালন, কৃত্রিম প্রজনন ও ব্যাবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।