নানিয়ারচরে লীন প্রকল্পের ২দিনের পুষ্টি প্রশিক্ষণ সম্পন্ন

354

॥ মাহাদী বিন সুলতান ॥
নানিয়ারচরে লিডারশিপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় লীন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুনু চাকমার সঞ্চালনায় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অংক্রাচিং মারমা, উপজেলা মৎস্য অফিসার দিলিপ কুমার, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্টকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক পবন কুমার চাকমা এসময় প্রশিক্ষণে গর্ভবতী মাকে বাড়তি যত্ন, দুগ্ধদানকালীন সময়ে মা ও শিশুকে উপর্যুক্ত খাবার, শিশুকে শাল দুগ্ধপান, লবণের আয়োডিন পরীক্ষা, রাসায়নিক দূষকের উৎস, অনুজৈবিক দূষক-ঝুঁকি নিরসনে করনীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা পুষ্টিগুণ সম্পর্কে যা জানলাম তা যদি প্রকল্পে দায়িত্বশীলরা গর্ভবতী, মা ও শিশুর যত্নে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তবে দেশের জাতীয় পুষ্টিতে অবদান রাখবে বলে আমি মনে করি।