নানিয়ারচরে স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা

294

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
জেলার নানিয়ারচরে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সাধারণ জনগণের চলাচল ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে নানিয়ারচর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৪ দোকানীকে মোট ৮ হাজার টাকার জরিমানা করা হয়। এসময় ১টি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং একটি কুলিং কর্ণারে মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

এবিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬৯ ধারায় আমরা ৪টি মামলা করেছি। এর মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাতে করে জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে।

এসময় উপজেলা প্রশাসনের কর্মচারী অর্জুন ছেত্রী, লক্ষী চাকমা, থানা পুলিশের এসআই উক্য সিং মারমাসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।