নীট ক্ষতি কমার ক্ষেত্রে কৃষি ব্যাংকের সাফল্য

480

full_1611263071_1431164817

ঢাকা ব্যুরো অফিস, ২৮ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৪-১৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন ২২ ডিসেম্বর, ২০১৫ তারিখে অনুমোদন করেছেন। ব্যাংক বিগত ২০১৩-১৪ অর্থ বছরের তুলনায় ২০১৪-১৫ অর্থ বছরে ৪৮.৯১ কোটি টাকা পরিচালনগত ক্ষতি কমিয়েছে যা ব্যাংকের ক্রমবর্ধমান ক্ষতির ধারাকে পাল্টে দিয়েছে।

একই সময়ে ব্যাংক ২৭৭৬.২৫ কোটি টাকা নীট ক্ষতি কমাতে সক্ষম হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে ব্যাংকের নীট ক্ষতির পরিমান ছিল ২৯৯১.০৫ কোটি টাকা যা ২০১৪-১৫ অর্থ বছরে দাঁড়িয়েছে ২১৫.২৫ কোটি টাকা। ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ইতোমধ্যেই ২৮% থেকে কমে ২৫% এ এসেছে। ব্যাংকের মোট ১,০৩০ টি শাখার মধ্যে ৮৫৬ টি শাখাই গ্রামে কার্যক্রম পরিচালনা করছে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান