পাহাড়কে অস্থিতিশীল করার গভির য়ড়যন্ত্র বিজিবি উদ্ধার করেছে বিপুল অস্ত্র

2

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থির করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি মহল গভির চক্রান্ত করছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এই পরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র খাগড়াছড়ির উদ্দেশ্যে পাচারের সময় আকট করেছে বিজিবি। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাসসহ দুজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান থেকে রাঙামাটি ভায়া হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাস ‘সম্রাট পরিবহনে’ (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) নিয়মিত ডিউটির অংশ হিসেবে সন্দেহবশত: তল্লাসি চালিয়ে ৫০০টি দেশীয় অস্ত্র তথা লোহার দা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিজিবির হাতে আটক বাসের চালক ও হেলপার পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর একটি গ্রুপ তাদের ওই অস্ত্র পরিবহনে বাধ্য করেছে। অস্ত্রগুলো  খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সহিংসতায় ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে পাহাড় আরো অস্থিতিশীল করার একটি য়ড়যন্ত্রমূলক পরিকল্পনা ভেস্তে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর আওতাধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের তৎপরতায় রোববার বিকেলে এই বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, বাস ও সংশ্লিষ্ট তথ্য আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে।

বাসে বিজিবি তল্লাশিতে মালিকবিহীন অবস্থায় থাকা আনুমানিক ৫০০ টি দেশীয় অস্ত্র (দা/চাপাতি) উদ্ধার করা হয়। এ সময় মালিকবিহীন অস্ত্রের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় বাসের চালক মোঃ শুক্কুর আলী ও চালকের সহকারী মোঃ সাব্বির কে আটক করা হয়।

চালক শুক্কুর আলী রাঙামাটির কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকার জয়নাল আবেদীন পুত্র। চালকের সহকারি সাব্বির একই এলাকার মোঃ ইউসুফ এর পুত্র।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানিয়েছেন, অবৈধ অস্ত্র পরিবহনের অভিযোগে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য বাসসহ আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।