পাহাড়িদের সামাজিক সংগঠন থেকে ঈদ উপহার বিতরণের অনন্য দৃষ্টান্ত

10

॥স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের বনরূপা এলাকায় পরিচালিত পাহাড়িদের একটি সামাজিক সংগঠন রোজাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার ‘সামাজিক কল্যাণ এসোসিয়েশন’ নামে এই সংগঠনটি বনরূপার একটি ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শতাধিক দারিদ্রপিড়ীত এবং দুঃস্থ রোজাদারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক। দৈনিক আমাদের সময়ের রাঙামাটি প্রতিনিধি সাংবাদিক বিহারী চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সামাজিক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপিন চাকমা, বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিকেশন চাকমা, ব্যবসায়ী মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্নেহাশীষ চাকমা আশীষ।


ঈদ উপহার বিতরণ করা পাহাড়ি সম্প্রদায়ের এই সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাতা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর রনজ্যোতি চাকমা। সংগঠনটি জানায়, তাদের লক্ষ্য হলো সমাজ ও মানুষের কল্যাণ করা। তাদের দৃষ্টিভঙ্গি হলো দরিদ্র বা পিড়ীত মানুষটি অসহায় কিনা; অসহায় মানুষটি কোন সম্প্রদায় এসেছেন তা বিবেচনা না করে বরং তাদের দুঃখ লাঘবে কাজ করাই সংগঠনটির অঙ্গীকার।
নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, অগ্নিদুর্গত মানুষের মাঝে অর্থ সহায়তা, গরীব শিক্ষার্থীদের জন্য পড়ালেখার জন্য এককালীন আর্থিক সহযোগিতা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন কল্যাণমুলক কাজ করে যাচ্ছে।