পাহাড়ের দূর্গমাঞ্চল আলোকিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড: নিখিল কুমার চাকমা

77

॥ আলমগীর মানিক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে বলে দেশের উন্নয়ন অগ্রগতি দ্রুতগতিতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পর্যায়ক্রমে সোলার প্যানেলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যের সোলার প্যানেলের জন্য কেউ কারোর কাছে টাকা পয়সা দিবেন না। রোববার(২১ মে) সকালে বরকল উপজেলার সুবলং বাজারের সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, সুবলং পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার। এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে রাঙ্গামাটি আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সর্বস্তরের মানুষের কাছে আহবান জানান বক্তারা।

উল্লেখ্য বরকল উপজেলায় এবার ১ হাজার ৮০ পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেয়া হচ্ছে। এরমধ্যে সুবলং ইউনিয়নে ৩১১’টি বরকল সদর ইউনিয়নে ৩০৭’টি, বড় হরিণা ইউনিয়নে ২শ’টি,আইমাছড়া ইউনিয়নে ২শ’টি সোলার প্যানেল দেয়া হচ্ছে। রোববার বরকল ইউনিয়ন ও সুবলং ইউনিয়নের ৬১৮ পরিবারকে বিনামুল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।

বিনামূল্যে সোলার প্যানেল পেয়ে খুশি স্থানীয়রা। আগামীতে পর্যায়ক্রমে সবার ঘরে ঘরে সোলার প্যানেল পৌছানোর অনুরোধ জানান এলাকাবাসী। অনুষ্ঠানে স্থানীয় সুবিধাভোগী জনসাধারণের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগ্রানে শ্লোগানে তারা অতিথিদের অর্ভ্যথনা জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রাণপ্রিয় নেতা ও অভিভাবকদের পেয়ে উচ্ছসিত নেতাকর্মীরা।