পৌরসভা ও ভিবিডির উদ্যোগে পোস্টার মুক্ত হলো রাঙামাটি

598

॥ স্টাফ রিপোর্টার ॥
পর্যটন শহর রাঙামাটিকে পোস্টারের জঞ্জাল মুক্ত করতে এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে তরুণদের সামাজিক ভিবিডি। গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচন ঘিরে পর্যটন শহর রাঙামাটি গত কিছুদিন পোস্টারে ঢাকা ছিল। এতে বাধাগ্রস্ত হয় প্রকৃতির শহরের সৌন্দর্য বিকাশ। এদিকে নির্বাচনের পর পোস্টারের প্রয়োজনীয়তা না থাকায় এই কাগজ শহরের আবর্জনা বৃদ্ধি করছে।

এই বিবেচনা থেকে ভিবিডি রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তায় এবং কাউন্সিলর ও মেয়র প্রার্র্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করেছে। এতে সহযোগীতা করে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ।

সংগ্রহকৃত পোস্টারগুলো দিয়ে ভিবিডি রাঙামাটির ভলান্টিয়ারগণ বিকল্প ব্যবহার উপযোগী করে তুলবেন। ফেলে দেওয়া এসব পোস্টার দিয়েই নানা উপয়ে তৈরি করা হবে দ্রব্য সামগ্রী, যা পরবর্তীতে বিক্রি করা হবে। বিক্রয় লব্ধ অর্থ দিয়ে রাঙামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী কিনে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।