॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
প্রতিবেশীকে দাহ করতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলান ননী গোপাল চাকমা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড প্যারাছড়া এলাকার বাসিন্দা ননী গোপাল চাকমা (৫৯) কে বাকছড়ি মুখ এলাকায় নদীতে ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা সূত্রে জানা যায়, গত ১৮ই সেপ্টেম্বর পশ্চিম দেওয়ান পাড়া এলাকায় তার এক প্রতিবেশীর দাহ্য ক্রিয়া শেষ করে বাড়ি ফিরে না এলে একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। পরে মঙ্গলবার সকালে এলাকার বাকছড়ি মুখ এলাকায় তার লাশ ভেসে ওঠে।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানায়, ১৮তারিখ ননী গোপাল চাকমা নামে এক বৃদ্ধ নিখোঁজ হলে ১৯সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে আজ তার লাশ নদীতে ভেসে উঠলে একটি অপমৃত্যুর মামলা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করলে তার দাহ্য ক্রিয়া সম্পন্ন করা হয়।