প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো নানিয়ারচরের ১১ ভূমিহীন পরিবার

358

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও ঘর পেয়েছে ১১টি পরিবার। মঙ্গলবার (২৬শে এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এতে উপজেলার তালিকাভূক্ত ১১টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির সনদ হস্তান্তর করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।

এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তৃতীয় ধাপে হস্তান্তরিত হওয়া এসব ঘরের উপকারভোগীরা এসময় আবেগাপ্লুত হতে পড়ে। ঈদ উপলক্ষে এটিই তাদের জীবনের সেরা পাওয়া।