ফেসবুকের মাধ্যমে জনসচেতনতায় বিডি ক্লিন রাঙামাটি পরিবার

956
॥ স্টাফ রিপোর্টার ॥
বিডি ক্লিন রাঙামাটি জেলা শাখার সদস্যরা “আপনার সামান্যতম সচেতনতা বাঁচবে বাংলাদেশ বাঁচবে মানবসভ্যতা” প্রতিপাদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট ও বিভিন্ন গ্রুপে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক পোস্ট শেয়ার করছে।
বিডি ক্লিন রাঙামাটির সদস্যরা তাদের দেয়া পোস্টে উল্লেখ করেছে, বিশ্ব আজ করোনা নামক মহামারিতে আক্রান্ত, সেই সাথে আক্রান্ত পুরো মানবসভ্যতা, বাদ যায়নি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
জাতি, ধর্ম, বর্ণ, ছোট, বড়, ধনী, গরিব সকলে এই ভাইরাসের কাছে অসহায়। শত-হাজার সচেতনতার মাঝেও আমাদের অল্প একটু অসচেতনতার কারণে অঘটন ঘটতে পারে আমার আপনার পরিবারে।
অন্তত আপনাকে, আপনার বাবা-মা সহ আপনার পরিবারকে, আপনার বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশি তথা সমগ্র বাংলাদেশ সহ পুরো মানবসভ্যতাকে বাঁচাতে ঘরে থাকুন প্লিজ।
“চলো এক সাথে দূরে থাকি বিশ্বাসে কাছাকাছি”
“দূরে দূরে কাছে থেকে দেশটা কে ভালো রাখি”