॥ স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ রাঙামাটি জেলা শাখা কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা এবং শতাধিক অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রাজবাড়ী রোডের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শাকিল আহম্মেদ।
সংগঠনটির রাঙামাটি জেলা সভাপতি শান্তি মনি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হুমায়ুন কবির বাপ্পী, রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শিপায়ন দেওয়ান, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা মো. সাবের আফজাল (জুয়েল), রাঙামাটি জেলার মহিলা বিষয়ক সম্পাদক প্রজ্ঞাজ্যোতি চাকমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন- জেলার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী রিগেন চাকমা। আলোচনা সভার পর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলার শতাধিক গরীব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।