বরকলে ক্ষুদ্র নৃগোষ্ঠির হস্তশিল্প বুনন প্রশিক্ষণ

477

DSC_0784 copy

বরকল প্রতিনিধি, ৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বরকল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির হস্তশিল্প বুনন বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স বুধবার থেকে শুরু হয়েছে। বরকল উপজেলা পরিষদের সহযোগিতায় ও জেলা ক্ষদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।

গতকাল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠি ইনষ্টিটিউটের পরিচালক রুনেল চাকমা। প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। প্রশিক্ষণ কোর্সে ক্ষুুদ্র নৃগোষ্ঠি ইনষ্টিটিউটের মিউজিয়াম সহকারী হিরা রানী বড়–য়া, পলাশ কুমার চাকমাসহ ২২জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

ক্ষুদ্র নৃগোষ্ঠির বণার্ঢ্য সংস্কৃতি চর্চা, প্রসার উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠিসমুহের ব্যবহৃত বেতশিল্প দিয়ে হাল্লোং, মেজাং ও ফুরবাড়েংসহ বিভিন্ন হস্তশিল্প বুনন প্রশিক্ষণ ৩ ফেব্রুয়ারী শুরু হয়ে ৩ মার্চ শেষ হবে জানানো হয়েছে।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান