বরকল ও রাজস্থলীতে নারী দিবস পালন

378

dr  w.... day

বরকল প্রতিনিধি- ৮ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি :  সমাজে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করি- এ শ্লোগানের মধ্যে দিয়ে বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি থানা শাখা, মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা ও হিলেহিলি সংস্থার উদ্যোগে মঙ্গলবার পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। উপজেলা মাঠ থেকে র‌্যালি শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে সমাবেশ করা হয়। সমাবেশে উপজেলা মহিলা সমিতির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনসংহতি সমিতির থানা শাখার সহ সভাপতি মনোজ চাকমা (বিরো) উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা যুব সমিতির সহসভাপতি জ্ঞান জ্যোতি চাকমা মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি সুপ্রীতি চাকমা টংগ্যার প্রতিনিধি সোহাগ চাকমা বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা সমাবেশে যোগদান করেন।

রাজস্থলীতে নারী দিবস পালন :
রাজস্থলী প্রতিনিধি- ৮ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান। প্রতিপাদ্য সামনে নিয়ে রাজস্থলীতে পালিত হয় আর্ন্তজাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসন এর কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা। তিনি বলেন, বর্তমান সময়ে নারীরা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। সকল কাজেই সম অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে নারীরা। এক সময়ে বঞ্চিত নারীরা এখন নিজেদের অধিকার আদায়ে প্রতিবাদের ভাষাও ব্যবহার করতে পারে। তাই নারীর প্রতি সহিংসতা ধর্ষন, নির্যাতন, নিপীড়ন হত্যা, বাল্য বিবাহ রোধসহ সকল প্রকার বৈষম্য দুর করে নারীদের প্রাপ্ত অধিকার মর্যাদায় এবং নারী-পুরুষের সমতা সৃষ্টি করে দেশ ও জাতির উন্নয়নে সমৃদ্ধি ঘটানোর আহবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, উপজেলা আরএইচস্টেপ কর্মকর্তা কাজী মুসফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিও তথা গ্রীন হিল সাংগ্রাই, আশ্রয়ঙ্গন, কারিতাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান