বর্ণাঢ্যভাবে শিশু একাডেমিতে শেখ রাসেলের জন্মদিন পালন

312

॥ ইকবাল হোসেন ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিশু-কিশোরদের শেখ রাসেল বিষয়ক কবিতা আবৃত্তি ও প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা, “শেখ রাসেল আমাদের ভালোবাসা” শীর্ষক অনুষ্ঠানে শিশুদের অনুভূতি ও আলোচনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে উক্ত কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, সাবেক জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন।

আলোচনার সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।