বর্তমান সরকারের আমলেই পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে: বীর বাহাদুর

406

বান্দরবান প্রতিনিধি- ৪ জুলাই ২০১৭, দৈনিক রাঙামাটি:  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ যেমন শান্তিতে আছে, তেমনি পাহাড়ের প্রতিটি বাঁকে পরতে পরতে উন্নয়নের ছোঁয়ায় দুর্গম পার্বত্যাঞ্চল যোগাযোগে উন্নত হয়ে উঠছে পাহাড়ের মানুষ আজ প্রতিটি পাড়ায় পাড়ায় মসজিদ, মন্দির , গির্জা, বৌদ্ধ বিহার পাচ্ছে। ঘরের কাছেই এখন সকলে নিজ নিজ ধর্ম পালন করতে পাচ্ছে। বর্তমান সরকারের আমলেই পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামীতে ও পার্বত্য এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার দুুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়–ই পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রথমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ লক্ষ টাকা ব্যায়ে সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়–ই পাড়া বৌদ্ধ বিহারে উঠার সিঁড়ি ও পরে ২১ লক্ষ টাকা ব্যায়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সদর উপজেলার চড়–ই পাড়ায় কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তরের  উদ্বোধন করেন।

এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্য সা প্রু, সদস্য ¤্রাসা খেয়াং, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, বিটিভির বান্দরবান জেলা প্রতিনিধি মো:মনিরুল ইসলাম মনু, এটিএনবাংলার প্রতিনিধি ও বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, আরটিভির বান্দরবান প্রতিনিধি মো:শাফায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও সরকারী বেসরকারী অধিদপ্তরের কর্মকর্তারা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান