॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাজস্থলী উপজেলা তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের উপনির্বাচনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১ টি ইউনিয়নের ১ টি ওয়ার্ডের সদস্য শপথ গ্রহন করেন।
এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ শপথ বাক্য পাঠ করান এবং নবনির্বাচিত জনপ্রতিনিধি কাইয়ুম হোসেন মিরাজ কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় নবনির্বাচিত সদস্য দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, ওসি তদন্ত সামসু উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, গত ১৬ মার্চ তিন নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে কাইয়ুম হোসেন মিরাজ বিপুল ভোটে নির্বাচিত হয়।