ঢাকা ব্যুরো অফিস, ২২ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : সংগঠনকে সংহত করি: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করি- এই শ্লোগান নিয়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ২২ ও ২৩ জানুয়ারি ‘১৬ দু’দিনব্যাপী বাংলাদেশ মহিলা পরিষদের অভ্যন্তরীণ বাৎসরিক মূল্যায়ন ও পরিকল্পনা বিষয়ক জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হচ্ছে। ২২ জানুয়ারি সকাল ১০ টায় সংগঠনের সভাপতি আয়মা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজকীয় নরওয়ে দুতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মিজ. মেরেতো লুনডেমো, ইউএন উইমেন বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন সুশান হান্টার ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম।
আগামীকাল ২৩ জানুয়ারি, ২০১৬, শনিবার সভার দ্বিতীয় কর্মদিবসে কমিশনভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠন আলোচনা করবেন যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করবেন অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, প্রশাসন বিষয়ে আলোচনা করবেন সহ-সভাপতি ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদকের বক্তব্য রাখবেন মালেকা বানু এবং সাধারণ প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মীরা চৌধুরী। বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা করবেন সংগঠনের সভাপতি আয়শা খানম। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মারুফা বেগম। এরপর বর্তমান পরিস্থিতি ও মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৫৯টি জেলা শাখা থেকে ৫০০ জন সংগঠক অংশগ্রহণ করেন।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান