বাঘাইছড়ি উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

4

/সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ/

রাঙামাটির বাঘাইছড়িতে শনিবার (১৫ মার্চ) বিকেলে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহ-সাধারন সম্পাদক মোঃ আবছার হোসেন।

প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নং আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী, অ্যাডভোকেড মোখতার আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের নায়েবে আমীর হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সুরা সদস্য অ্যাডভোকেড রহমত উল্লাহ, বাঘাইছড়ি উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতবী, ইসলামী ছাত্র শিবিরের বাঘাইছড়ি সভাপতি মোঃ ইউসুফসহ উপজেলা জামায়াতের সর্বস্তরের কর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নম্বর আসনের মনোনীত এমপি প্রার্থী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। যদি প্রস্তাব চূড়ান্ত হয় এবং আমাকে নির্বাচনে অংশ নিতে হয়, তাহলে আমি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করছি।

রাঙামাটি জেলা জামায়াতের নায়েবে আমীর হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, জামায়াতে ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে ২ টাকার দুর্নীতির রেকর্ড পাওয়া যায়নি। সুতরাং কারা দেশের জন্য সুফল বয়ে আনবে আপনারাই সীদ্ধান্ত নেন।

পরিশেষে, মহামহিম আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া ও ইফতারের মাধ্যমে এই সভার সুন্দর সমাপ্তি ঘটে।