॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকুলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রতীক পেয়ে প্রার্থীরা নিজ নিজ সমর্থক কর্মীদের নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন। পাঁচ প্রার্থীই ভোটারের নিকট তাদের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা( ৫ জন) সাধারণ সদস্য পদে, ছিদ্দিকুর রহমান মোল্লা(তালা),কাইয়ুম হোসেন মিরাজ ( টিউবয়েল),আবুল কাসেম(আপেল), মাসুম তালুকদার ( মোরগ), আবুল কাসেম ( আফেল) আবদুল জব্বার (ফুটবল), সকলে প্রতীক পেয়ে নিজ নিজ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ভোটারদের মধ্যে কৌতুহল দেখা যায় ইভিএম নিয়ে পূর্বে কোন সময় ইভিএম এ ভোট দেননি এ-ই এলাকার ভোটাররা। কেমন হবে ইভিএম এ ভোট এ-ই নিয়ে অনেকে ভাবছেন দেখা যায়। আগামী ১৬ মার্চ ইভিএমে ভোট গ্রহন হবে বলে জানান, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া।