॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সেকান্দার হোসেন (৪০) নামের এক এনজিও কর্মী মারা গেছে। সোমবার রাত ১০টায় এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। সেকান্দর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টায় বাঙ্গালহালিয়া বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস বিষ্ফোরন হয়। এসময় বেসরকারি এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখায় কর্মরত সহকারি ম্যানেজার সেকান্দার হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছে।
চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা জায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।