বান্দরবানে হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রোদের লং মার্চ

449

॥ নুরুল কবির ॥
বান্দরবানের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো জনগোষ্ঠীর লোকেরা লং মার্চ করেছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে চিম্বুকের রামরি পাড়া থেকে লং মার্চ শুরু হয়। দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার হেঁটে আসার পর শহরের স্থানীয় রাজার মাঠে সমাবেশ করে ম্রোরা। সিকদার গ্রুপ (আরএন্ডআর হোল্ডিংস) এর ম্যারিয়ট হোটেল এন্ড রিসোর্টস নামে নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে এই লং মার্চ।

চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রোদের দাবি যেখানে (নাইতং পাহাড়ে) পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হচ্ছে সেটি তাদের পূর্ব পুরুষদের চাষের জমি বা ভূমি। এলাকার মানুষদের অন্ধকারে রেখে অবৈধভাবে পথ অনুসরন করে ম্রোদের ভোগদখলীয় জায়গা জোরপূর্বক নেয়া হয়েছে। লং মার্চের আগে চিম্বুকের ম্রোরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ও এমপি-মন্ত্রীর কাছে তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে আবেদন করেছে। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহন করেনি প্রশাসন।

বিভিন্ন জায়গায় আবেদন জানানোর পরও কোনো ফল না পাওয়ায় রবিবার লং মার্চের মাধ্যমে ম্রোরা তাদের বিক্ষোভ প্রদর্শন করে। চিম্বুকের রামরি পাড়া থেকে সকাল নয়টার দিকে লং মার্চ শুরু হয়। চিম্বুকের প্রায় এক হাজার পাঁচশত নারী-পুরুষ লং মার্চে অংশ গ্রহন করে। প্রায় দীর্ঘ ৩০ কিলোমিটার পথ হেঁটে এসে শহরের বোমাং রাজার মাঠে এসে লং মার্চ শেষ হয়। সেখানে তারা সমাবেশ করে তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এদিকে লং মার্চ শুরুর কয়েক ঘন্টার পর নয় মাইল নামক এলাকায় এসে বাধা প্রাপ্ত হয় লং মার্চটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ জানান, তাদের দাবি দাওয়া থাকলে লিখিত আকারে দিতে বলা হয়েছিল। অনুমতি নিয়ে বৈধভাবে লং মার্চ করার অনুরোধ জানানো হয়েছে। তারা আমাদের অনুরোধ না রেখে শহরের দিকে এগিয়ে যায়। আমরা তাদের নিরাপত্তা দিয়ে শহরে নিয়ে এসেছি।

বোমাং রাজার মাঠে সমাবেশে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনান চিম্বুক পাহাড়ের মেন ইয়াং ম্রো। এতে বক্তব্য রাখেন পাড়াবাসী সিংপাতম্রো, ছাত্র নেতা রেংইয়ং ম্রো ও ম্রোদের দাবি দাওয়া প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দেলনের জেলা আহ্বায়ক জোয়াম লিয়ান আমলাই।