বালু উত্তোলনের দায়ে নানিয়ারচরে ৫০ হাজার টাকা জরিমানা

97

॥ মেহেদী ইমাম ॥

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানক্রম এলাকা থেকে ৪টি অবৈধ বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়েছে। এসময় বালুমহাল আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নানিয়ারচর উপজেলার ইসলামপুরের বাসিন্দা ছগিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সাদিয়া নুরিয়া(উপজেলা নির্বাহী অফিসার নানিয়ারচর)। তিনি সাংবাদিকদের জানান,নানিয়ারচর উপজেলার বাজার মনিটরং করা হয়েছে,অবৈধ্য ভেজাল পন্য বন্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের আজকের এ অভিযান,এছাড়া উপজেলার নানাক্রম এলাকা থেকে অবৈধ্য বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে,পাশাপাশি এধরনের কাজের জন্য তাকে কঠোর হুসিয়ারি করা হয়েছে ।