॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিলাইছড়ি উপজেলায় বীমা দিবস পালন করা হয়েছে। (বুধবার) ১মার্চ সকালে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো: আলতাফ হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার পুষ্প মোহন চাকমা।